সিলেটে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সাহাদত ইসলাম সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে শহরের মেজরটিলা এলাকা থেকে তাকে আটক করে শাহপরাণ থানা-পুলিশ।
গ্রেফতার হওয়া সুমন নগরীর ইসলামপুর পশ্চিম ভাটপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদা দাবিসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুবাইপ্রবাসী ঝিন্টু চন্দ ২০১৩ সালে সিলেটের দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় চার শতক জমি ক্রয় করেন। সম্প্রতি সেখানে তিনি একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্ত সুমন একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
আরও পড়ুন
প্রবাসী ঝিন্টু চন্দ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুমন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এতে ভীত হয়ে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে শাহপরাণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সাহাদত ইসলাম সুমনকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।