সুখবর! বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিবে সিঙ্গাপুর

Good news! singapore will hire skilled workers from bangladesh

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে বিশেষ করে শিপিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৬ জুলাই) ঢাকায় সচিবালয়ে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী মন্ত্রী গ্রেস ফু-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

নৌপরিবহন উপদেষ্টা জানান, বাংলাদেশের সরকারি-বেসরকারি মেরিন একাডেমিগুলো থেকে প্রতি বছর দক্ষ ও শিক্ষিত মেরিনাররা স্নাতক সম্পন্ন করছেন। সিঙ্গাপুরের শিপিং সেক্টরে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। এ ছাড়া তিনি বাংলাদেশের তৈরি পোশাক ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক মান এবং বৈশ্বিক চাহিদার কথা তুলে ধরে এসব পণ্য সিঙ্গাপুরে রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

বৈঠকে সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্য ভারস্যমূলক করতে তারা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে উপদেষ্টা বলেন, বর্তমানে জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত শিল্পসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা চালু রয়েছে। একই সঙ্গে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণে সিঙ্গাপুরকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

এ সময় তিনি বাংলাদেশি নাবিকদের জন্য সিঙ্গাপুরে ট্রানজিট বা ওয়ার্কিং ভিসা সহজীকরণের আহ্বান জানান এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় নিয়োজিত জনবলকে আধুনিক প্রশিক্ষণ প্রদানে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize