ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়। ওই বছরের ২২ আগস্ট ৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওবায়েদ উল্লাহ, যিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এই পদে আনা হয়।
তবে দায়িত্ব নেয়ার কিছু সময় পর থেকেই তার বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ পেতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৩ জুলাই তাকে তলব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। সেসময় তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। গুঞ্জন রয়েছে, শিগগিরই ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও পড়ুন
এরপরও পদ আঁকড়ে রাখতে চেষ্টা চালিয়ে যান মাসুদ। ব্যাংক ও প্রশাসনিক মহলে লবিং শুরু করেন তিনি। কিন্তু ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার এবং পরিবারের ব্যাংক হিসাব তলব করে। পরদিন ১৬ জুলাই ব্যাংকটিতে বিএফআইইউ’র একটি বিশেষ টিম তদন্তে নামে। তারা মাসুদের ব্যাংক থেকে গ্রহণ করা আর্থিক সুবিধা, ভ্রমণ ব্যয় ও বিদেশ সফরের খরচ খতিয়ে দেখে।
বিশেষভাবে আলোচিত হয় মাসুদের যুক্তরাষ্ট্র সফর। অভিযোগ রয়েছে, তিনি এক মাসের সফরে গিয়েও বিষয়টি ব্যাংকের বোর্ডে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেননি। কেবল মৌখিকভাবে ‘ক্রেডিট লাইন সংক্রান্ত বৈঠক’ বলেই জানিয়ে যান। অথচ আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে এমন ধরনের বৈঠক পরিচালনা সাধারণত ব্যবস্থাপনা পর্যায়ের কাজ, পর্ষদ নয়। সবমিলিয়ে নানা অনিয়ম ও গোপনীয়তার অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।