মালয়ে‌শিয়ায় আটক বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেবে সরকার

Government to provide legal assistance to bangladeshi expatriates detained in malaysia

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের আইনি সহায়তা দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ সরকার। বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এ ছাড়া, মালয়েশিয়া সরকারের সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

তৌহিদ হোসেন আরও জানান, মালয়েশিয়া সরকার সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। দেশটি জানিয়েছে, তদন্তের ভিত্তিতে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হতে পারে।

তিনি বলেন, “যদি প্রমাণিত হয় যে কোনো বাংলাদেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তবে মালয়েশিয়ার আইনে তার ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।” বর্তমানে আটক ৩৫ জনের মধ্যে ৫ জনের বিষয়ে গভীর তদন্ত চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথভাবে তদন্ত চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize