ভিসা জালিয়াতির ঘটনায় ব্রাজিলিয়ান নাগরিক রিমান্ডে

Brazilian citizen remanded in custody for visa fraud

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসা ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করা ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। শুনানি শেষে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

আদালতে হাজির করার সময় হাড্রিয়া ভানেস্কা সাংবাদিকদের প্রতি রুষ্ট হয়ে ওঠেন। ছবি তুলতে গেলে তিনি একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন এবং সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনায় আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী মানিক কুমার শীল রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় বাংলাদেশের ভিসাটি জাল বলে শনাক্ত হয়। পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। ঘটনার পরদিন বিমানবন্দরের পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মো. মাইদুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৮ জুন ব্যবসার উদ্দেশ্যে তিনি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ১৫ জুলাই ইথোপিয়ান এয়ারলাইন্সের বোর্ডিং পাস সংগ্রহ করে তিনি ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের তৎপরতায় তার জাল ভিসা ধরা পড়ে এবং তিনি গ্রেপ্তার হন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize