সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক

Former textile and jute minister's property worth tk 400 crore attached

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, জালিয়াতি, প্রতারণা ও মানি লন্ডারিংসহ নানা অভিযোগের প্রেক্ষিতে আদালতের আদেশে এই সম্পদ ক্রোক করা হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সিআইডির তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। এর ভিত্তিতে গত ৮ জুলাই আদালত ক্রোকাদেশ প্রদান করেন। সিআইডির ভাষ্য অনুযায়ী, সাবেক এই মন্ত্রী ঘুষ, হুন্ডি, কমিশন বানিজ্য, ওভার-আন্ডার ইনভয়েসসহ বিভিন্ন উপায়ে বিপুল সম্পদ গড়ে তোলেন।

সিআইডির তথ্যমতে, প্রায় ৪ হাজার ৮৮০ শতাংশ জমি এবং এর ওপর নির্মিত অবকাঠামো—যার মধ্যে রয়েছে গাজী টায়ারস প্রতিষ্ঠান—এই আদেশের আওতায় পড়েছে। জমির দলিলমূল্য আনুমানিক ১৬ কোটি টাকা হলেও প্রকৃত বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা বলে সংস্থাটি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল সম্পদ ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত হয়েছে। তদন্তে আরো উঠে এসেছে যে এসব সম্পদের পেছনে রয়েছে সংঘবদ্ধ অপরাধ চক্রের যোগসূত্র। এ বিষয়ে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সিআইডি আরও জানিয়েছে, গোলাম দস্তগীর গাজীর বিদেশে অর্থ পাচার সম্পর্কেও তথ্য সংগ্রহ চলছে। পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধান সম্পন্ন হলে প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize