এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

Attack on ncp convoy, gopalganj is the battlefield

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলাকারীরা গাড়িবহরে ইটপাটকেল ছুড়লে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশ ও সেনাবাহিনী এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নিতে পিছু হটে।

Thakur 20250704120620

এনসিপির মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘মার্চ টু গোপালগঞ্জ’।

এর আগে সকালেই উত্তেজনা ছড়ায় উলপুর এলাকায়, যেখানে পদযাত্রা শুরুর আগে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা চালানো হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা এনসিপির পদযাত্রা প্রতিহত করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize