কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশের স্ত্রীর ওপর ভয়ংকর হামলা চালিয়ে তাকে ধর্ষণ করেছে। ঘটনার সময় পুলিশের ওই সদস্য কর্মস্থলে অবস্থান করছিলেন। তিনি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তার স্ত্রী ও দুই শিশু সন্তান বাসায় একা ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকেই তিনি ভয়ভীতি দেখিয়ে বাসার দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেন। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে পুলিশের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় ঘরের ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কান্নাকাটি শুরু করলে দুর্বৃত্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার চলে যাওয়ার পর প্রতিবেশীরা চিৎকার শুনে বাসায় ছুটে আসেন এবং ভুক্তভোগীকে সহায়তা করেন।
আরও পড়ুন
রাতেই পুলিশ সদস্য বাসায় ফিরে ঘটনার বিস্তারিত জেনে থানায় যান। পরদিন সকালে তিনি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমেছে।