নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

'boat' symbol removed from election commission website

নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পরিচিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতীকটি অপসারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন যুক্তিতে আইন মন্ত্রণালয়ে পুনরায় শিডিউলভুক্ত করার জন্য পাঠানো হলো?” একই পোস্টে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর চলতি বছরের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, তবে তখনও তাদের নির্বাচনী প্রতীক তালিকায় ছিল।

গত ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, দলটির নিবন্ধন স্থগিত হলেও তাৎক্ষণিকভাবে ‘নৌকা’ প্রতীক বাতিল করা হচ্ছে না। একইসঙ্গে ‘শাপলা’ প্রতীককেও তখনই নতুন করে তালিকাভুক্ত করা হয়নি বলে জানান তিনি।

এদিকে, নৌকা প্রতীক বহাল রাখার প্রতিবাদ জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠকে ‘নৌকা’ প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানানো হয়। অবশেষে নির্বাচন কমিশন প্রতীকটি সরিয়ে ফেলার মাধ্যমে সেই দাবির বাস্তবায়ন করল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize