গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

Police vehicle catches fire in gopalganj

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’, যেখানে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছিলেন।

F55dadec 1d18 4434 9ce5 f8440c89

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের একটি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয় এবং তাতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় উত্তেজনা প্রশমনে কাজ শুরু করে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার ঘটনাস্থল থেকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize