পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দ এবং দেশি-বিদেশি ব্যাংকে থাকা চারটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি পুলিশের মহাপরিদর্শক থাকার সময় এসব সম্পদ অর্জন করেন। মামলা তদন্তাধীন থাকায় সম্পদ হস্তান্তরের আশঙ্কায় তা জব্দ ও ব্যাংক হিসাব স্থগিতের আবেদন করা হয়।
আদালতের আদেশে যুক্তরাষ্ট্রের দুটি স্থাবর সম্পদ ছাড়াও সিঙ্গাপুরভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুটি ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
দুদক সূত্র জানায়, তদন্তে দেখা গেছে বেনজীর আহমেদ ও তার আত্মীয়রা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা মামলার নিষ্পত্তির পর তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সম্ভাবনায় বাধা সৃষ্টি করতে পারে।
প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি পরিবারসহ দেশ ত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।