মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ার পেনাং প্রদেশে আয়োজিত এ সেবা কর্মসূচির আওতায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ এবং সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, আগামী ১৯ ও ২০ জুলাই পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হবে।
এই পাসপোর্ট সেবা গ্রহণে প্রবাসীদের অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত লিংকে (http://appointment.bdhckl.gov.bd/other) প্রবেশ করে সময় নির্ধারণ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে পাসপোর্ট সেবা প্রদান করা হবে না।
আরও পড়ুন
পাসপোর্ট বিতরণ প্রক্রিয়ায় বিদ্যমান POS Malaysia (পোস্ট অফিস) সেবাও চালু থাকবে, যাতে করে যাদের নির্ধারিত দিন ও স্থানে পৌঁছানো সম্ভব নয়, তারা ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
তবে দূতাবাস সতর্ক করেছে, যেন কোনো ব্যক্তি একই সঙ্গে উভয় সেবার (অনসাইট ও ডাকযোগে) জন্য অ্যাপয়েন্টমেন্ট না নেন। এতে করে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে এ ধরনের উদ্যোগ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বস্তি ও সন্তোষ সৃষ্টি করেছে।