৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ঘর পুড়িয়েছে দুবৃর্ত্তরা

Thieves burn down expatriate's house after not receiving 5 lakh taka ransom

শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামে চাঁদার দাবিতে এক মালয়েশিয়া প্রবাসীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। প্রবাসী শাহ আলম তালুকদারের বাড়িতে ওই সময় কেউ ছিলেন না। আগুনে বসতঘর ও ঘরের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী শাহ আলম তালুকদারের স্ত্রী মনিমালা বেগম ওই বাড়িতে একা বসবাস করতেন। তার স্বামী ও দুই ছেলে বিদেশে অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী আমীর হোসেন তালুকদার গংদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ এবং আদালতে মামলা চলছিল।

ভুক্তভোগী মনিমালা বেগম অভিযোগ করেন, মামলার মীমাংসার কথা বলে স্থানীয় প্রভাবশালীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায়, সোমবার তিনি আদালতে থাকার সুযোগে দুর্বৃত্তরা তার ফাঁকা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আগুন লাগানোর পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের একজন, আমীর হোসেন তালুকদারের স্ত্রী ফিরোজা বেগম বলেন, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল এবং মনিমালাকে অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ভুক্তভোগী নারীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানা গেছে। তবে বসতঘরে আগুন কে দিয়েছে, তা কেউ প্রত্যক্ষ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize