উচ্চশিক্ষার নামে প্রতারণা, বিএসবির চেয়ারম্যান গ্রেপ্তার

Bsb chairman arrested for fraud in the name of higher education

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শত শত শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, খায়রুল বাশার দীর্ঘদিন ধরে তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি প্রতারক চক্র পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

তদন্তে উঠে এসেছে, অনেক শিক্ষার্থীর নামে বিদেশি প্রতিষ্ঠানে কোনো আবেদনই করা হয়নি। আবার কেউ কেউ বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে চরম বিপদের মুখে পড়েছেন। এই চক্র ভুয়া ভিসা প্রসেসিং, মিথ্যা প্রতিনিধিত্ব এবং চটকদার বিজ্ঞাপন ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করত।

সিআইডি জানায়, এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীদের অনেকেই প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেছেন, যার মধ্যে গুলশান থানাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করে তা দিয়ে জমি কেনা, ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে অর্থ স্থানান্তর করে আসছিল বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি প্রাথমিক তদন্তে প্রতারণা ও মানি লন্ডারিংয়ের সত্যতা পাওয়ায় গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করেছে। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize