স্লোগান দিতে দিতে মারা গেলেন মহিলাদলের সভানেত্রী

54879 1

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ের সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন। তাকে স্বাগত জানাতে পুরাতন বাস টার্মিনালে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেনা খাতুনের নেতৃত্বে কয়েকশ নারী নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালীন হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার জানান, প্রচণ্ড গরম ও শারীরিক চাপের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। উপস্থিত সকলে খুবই ভেঙে পড়েছেন।

এদিকে আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সংবর্ধিত নেতা শরিফুল ইসলাম তুহিন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize