প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি

Gold ornaments stolen after breaking the lock of expatriate's wife's house

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে দিনদুপুরে তালা ভেঙে এক প্রবাসীর স্ত্রীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় ২০ ভরি, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ আছমা খাতুন। এছাড়াও চোরেরা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

রোববার (১৩ জুলাই) সকালে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নন্দীবাড়ী অডিটোরিয়াম এলাকার তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বাসায় একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করেন আছমা খাতুন। তার স্বামী ইসমাইল হোসেন দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে বাজার করতে যান আছমা। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের পেছনের দিক দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর ড্রিল মেশিনের মাধ্যমে মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে তারা গলার হার, কানের দুল, হাতের বালা, আংটি ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনার বর্ণনায় আছমা জানান, “বাজার থেকে ফিরে দেখি গেট ও ঘরের তালা ভাঙা, সবকিছু এলোমেলো, বিছানা-মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখের সামনে তিল তিল করে গড়া সঞ্চয় সবই হারালাম।” তিনি আরও জানান, স্বামীর প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে তিনি এই স্বর্ণালঙ্কার সংগ্রহ করেছিলেন।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize