ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. জাকির শেখ (২৭) উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের বাসিন্দা। শনিবার (১২ জুলাই) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, জাকির শেখ ভুক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। একাধিক স্থানে তাকে নিয়ে গিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং সেই মুহূর্তের ছবি তুলে রাখেন। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন তিনি।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য করতেন জাকির শেখ। এতে মানসিকভাবেও ভেঙে পড়েন ওই নারী। পরবর্তীতে সাহস সঞ্চয় করে গত ২৯ জুন ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তিনি।
আরও পড়ুন
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব জানান, আদালতে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত জাকির শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা নম্বর ১৪ হিসেবে রেকর্ড করা হয়েছে এবং তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে।