শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক কেড়ে নিল প্রবাসীর প্রাণ

Rab 11

মাত্র ২ কিলোমিটার দূরেই ছিল নিজ বাড়ি। কিন্তু সেখান পর্যন্ত আর পৌঁছানো হলো না মো. সোহেলের। শনিবার (১২ জুলাই) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে করে তিনি আশুগঞ্জ থেকে ঢাকার রায়েরবাগে নিজ বাড়ির পথে ফিরছিলেন।

নিহত মো. সোহেল (৩৬) গাজীপুরের কাপাসিয়া উপজেলার চালার গ্রামের মৃত কাজী জিয়ারতউল্লার ছেলে। ঢাকার যাত্রাবাড়ি থানার রায়েরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি।

র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌচাক ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সোহেলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সোহেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে ঘাতক ট্রাকসহ চালক মাহাবুর শেখ ও সহকারী মেহেদী হাসানকে আটক করে। তারা রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা।

সোহেলের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এভাবে প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার। প্রবাস থেকে ফেরা একজন স্বপ্নবাজ মানুষের এমন করুণ পরিণতি হৃদয় বিদারক করেছে সকলকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize