ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ জুলাই) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক নারীদের মধ্যে একজন ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ এলাকার বাসিন্দা রোজিনা (৪২) এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার সাকেরা (৪৩)। তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ধরা পড়েন।
বিজিবির বিবৃতিতে জানানো হয়, ওই দুই নারী ভারতের রাজনগরের এক দালাল, মো. খালেকের সহায়তায় সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছিলেন। সোমবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় জয়ন্তীনগর বিওপির টহল দল তাদের আটক করে।
আরও পড়ুন
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।