নরেন্দ্র মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

Chief advisor sending mangoes to narendra modi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ থেকে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে। এই উপহার পাঠানোর উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই প্রতিবেশী দেশের মধ্যকার সুসম্পর্ক আরও জোরদার করতেই এই আম কূটনীতির আয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) আমের এই চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেখান থেকে আমগুলো কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নয়, বরং তার দপ্তরের কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে।

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আলাদা করে হাড়িভাঙ্গা আম উপহার পাঠানো হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টজনদের জন্যও ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয়েছিল। আখাউড়া স্থলবন্দর হয়ে এসব আম বিকেল ৫টা ১৫ মিনিটে ত্রিপুরায় পৌঁছায়।

‘আম কূটনীতি’ নামে পরিচিত এই প্রয়াসটি আগে থেকেই দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন করে এই ঐতিহ্য অব্যাহত রাখার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize