ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশিরা

Bangladeshis in trouble due to visa complications

বাংলাদেশি নাগরিকদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে বর্তমানে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ভারতের ট্যুরিস্ট ভিসা বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যান্য ক্যাটাগরিতেও অনুমোদনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ভিসা প্রত্যাশীদের হতাশ করে তুলেছে।

চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজম থেকে ফুল স্কলারশিপ পাওয়া এক শিক্ষার্থী (ছদ্মনাম: রিগ্যান মোর্শেদ) গত ১১ জুন শিক্ষাভিসার জন্য আবেদন করলেও এখনও ভিসা না পাওয়ায় ২৮ জুন থেকে শুরু হওয়া ক্লাসে অংশ নিতে পারেননি। এতে করে তার মূল্যবান স্কলারশিপ হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

শুধু ভারত নয়, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান, মালয়েশিয়া এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভিসা পেতেও বাংলাদেশিদের জন্য বাধা বেড়েছে। ইউটিউবার নাদির নিবরাস জানান, বৈধ মার্কিন, ব্রিটিশ ও অস্ট্রেলীয় ভিসা থাকা সত্ত্বেও সম্প্রতি তার তিনটি দেশের ই-ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। ভ্রমণ সংক্রান্ত প্রতিষ্ঠানের তথ্যমতে, একসময় যেসব দেশে সহজে ভিসা মিলত, এখন সেগুলোও বাংলাদেশি আবেদনকারীদের ফিরিয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিসা প্রত্যাখ্যানের পেছনে রয়েছে অবৈধ অভিবাসন বাড়ার আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা এবং ভুয়া কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা। ‘দ্য মনিটর’-এর সম্পাদক কাজী ওয়াহিদউদ্দিন আলম জানান, এসব বিষয়ই ভিসা নীতিকে কঠোর করে তুলছে। একই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, “নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও দেখা যাচ্ছে, অধিকাংশ দেশই এখন আবেদন যাচাইয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে।”

এদিকে ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, আপাতত কেবল চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত ভিসা প্রদান করা হচ্ছে। তবে ভবিষ্যতে অন্যান্য ক্যাটাগরির ভিসাও ধাপে ধাপে চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize