ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে প্রেমের টানে প্রবাসীর বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক তরুণী। প্রেমিকের প্রতারণার অভিযোগ এনে সোনিয়া জেসমিন নামে ওই প্রেমিকা বৃহস্পতিবার বিকেল থেকে অনড় অবস্থানে থাকেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, সদর উপজেলার মুন্সি বাড়ির বাসিন্দা নুর ইসলামের মেয়ে সোনিয়ার সঙ্গে সৌদি প্রবাসী মো. ফারুকের ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ তিন বছরের প্রবাস জীবনের মাঝে তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। দেশে ফেরার পর ফারুক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন সোনিয়া।
তবে গত ৮ জুন থেকে হঠাৎ করেই ফারুক যোগাযোগ বন্ধ করে দেন। এরপর সোনিয়া সরাসরি ফারুকের বাড়িতে হাজির হন। অভিযোগ করেন, সেখানে ফারুকের পরিবারের সদস্যরা তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে, মোবাইল ফোন, টাকা ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় এবং জোর করে ঘর থেকে বের করে দেয়।
আরও পড়ুন
সোনিয়া সাংবাদিকদের জানান, “বিয়ের কথা বলে আমাকে প্রতারণা করেছে। এখন আমি এখানেই অবস্থান করবো, না খেয়ে মরলেও যাব না। আমার ন্যায্য অধিকার আদায় করেই ফিরবো।” অন্যদিকে ফারুক বর্তমানে বাড়িতে নেই। তার ভাই ইসমাইল অভিযোগের সবকিছু অস্বীকার করে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা থানায় অভিযোগ করেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি কৌতূহলী মানুষদের ভিড় বাড়ছে। সামাজিকভাবে সমাধান না হলে আইনি পথে বিষয়টি গড়াতে পারে বলে ধারণা স্থানীয়দের।