মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর দেশগ্রাম এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) রাত ২টার দিকে ওই নারীর ঘরে তাকে অবস্থানরত অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসী। পরে ভোররাত পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে, যার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ধৃত ব্যক্তি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং গালা এলাকার মৃত শিরজন আলীর পুত্র। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন। স্থানীয়দের নজরে পড়ার পর শুক্রবার রাতে তাকে হাতেনাতে ধরা হয়।
বিএনপির ধামশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, আটক ব্যক্তি ও নারী উভয়ে অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। প্রবাসে অবস্থানরত স্বামী ইতোমধ্যে স্ত্রীকে গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে অভিযুক্ত পুরুষ ও নারী দুজনই একে অপরকে বিয়ে করতে আগ্রহী বলে জানিয়েছেন। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং দলের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এ আর এম আল-মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। স্থানীয়ভাবে উভয়ের বিবাহের প্রস্তুতি চলার খবরও পেয়েছেন বলে জানান তিনি।
এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চললেও আপাতত স্থানীয় উদ্যোগে বিষয়টি নিষ্পত্তির পথেই এগোচ্ছে।