বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Indian national arrested for infiltration into bangladesh

নেত্রকোণার দুর্গাপুরে অনুপ্রবেশের অভিযোগে মহিদুল মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এবং শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আটককৃত মহিদুল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন এবং অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেন।

মহিদুল জানান, প্রায় ১৫-১৬ দিন আগে ভারতের কিছু বাংলাদেশি নাগরিকের সঙ্গে কাজের আশায় তিনি বাংলাদেশে আসেন। তবে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে দুর্গাপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে।

ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুসারে মহিদুলকে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রশাসন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize