বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

Expatriate dies in road accident on way back from visiting father's grave

কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় বেল্লাল হোসেন (শিপন) নামে এক প্রবাসী tragically নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়কাঁচি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে বাবার কবর জিয়ারতের জন্য বের হন শিপন। কবর জিয়ারত শেষে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস মালবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় এবং এর নাম-নম্বর তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের বড় ভাই নাছির জানান, মাত্র ১৮ দিন আগে, ২৩ জুন তাদের বাবা আব্দুল খালেক ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে শিপন ২৬ জুন সৌদি আরব থেকে দেশে আসেন। তিনি বাবার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও দান খয়রাতের আয়োজন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কবর জিয়ারত করতে গিয়েই নিজের জীবন হারালেন।

একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। নিহতের মা আফিয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান ও স্বামীর পরপর মৃত্যুতে পরিবারের সদস্যরা নিস্তব্ধ ও শোকাহত।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize