রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ওমানের নতুন রাষ্ট্রদূত

President receives credentials of oman's new ambassador to bangladesh

বাংলাদেশে নিযুক্ত ওমানের নবনিযুক্ত রাষ্ট্রদূত জামিল হাজী আল বালুশি বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করেন।

পরিচয়পত্র পেশের পর এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও ওমানের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এই সাক্ষাৎ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে, যা পারস্পরিক সহযোগিতার এক ঐতিহাসিক মাইলফলক।

সাক্ষাতে রাষ্ট্রদূত জামিল হাজী আল বালুশি সুলতান হাইথাম বিন তারিকের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারে ওমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জ্বালানি, খনিজ সম্পদ, ওষুধ শিল্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারস্পরিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize