হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: উপদেষ্টা মাহফুজ

Hasina's audio has arrived, visuals will also arrive advisor mahfuz

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিওর পর এবার তার ভিডিও প্রকাশের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই। সত্য প্রকাশিত হবেই।” তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

এর আগে বিবিসির অনুসন্ধানী বিভাগ ‘বিবিসি আই’ একটি অডিও রেকর্ড প্রকাশ করে, যেখানে শেখ হাসিনাকে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি’ দিতে শোনা যায়। ওই অডিওটি ২০২৪ সালের ১৮ জুলাই গণভবনে এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার সঙ্গে কথোপকথনের সময় রেকর্ড করা হয়েছিল বলে জানায় বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অডিওটির সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ‘ইয়ারশট’। বিশেষজ্ঞরা জানান, রেকর্ডিংটি মূলত স্পিকারে বাজিয়ে স্বাভাবিকভাবে ধারণ করা হয়েছিল এবং এতে কোনো ধরনের সম্পাদনার চিহ্ন নেই।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও ট্রাইব্যুনালের উপদেষ্টা টবি ক্যাডম্যান মন্তব্য করেন, “এই রেকর্ডিং শেখ হাসিনার বিরুদ্ধে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ, এবং এর সত্যতা নির্ভরযোগ্যভাবে যাচাই করা হয়েছে।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ইঙ্গিত অনুযায়ী, আসন্ন ভিডিও প্রকাশ শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize