জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

July massacre charges framed against sheikh hasina, trial begins

জুলাই গণ-অভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী অন্য দুই সদস্য।

মামলায় আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে আদালত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচারকাজ শুরু হলো। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে উপস্থাপন করেন।

এর আগে ৭ জুলাই শুনানি শেষে আদালত ১০ জুলাই অভিযোগ গঠনের আদেশ ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনিই একমাত্র আসামি যিনি আদালতে উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। অন্যদিকে আসাদুজ্জামান খান ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

ট্রাইব্যুনাল এর আগে ১৭ জুন শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ৭ দিনের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। উল্লেখ্য, গত ১ জুন ট্রাইব্যুনাল পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় এবং শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize