জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

Former igp mamun admits responsibility for july massacre, becomes royal witness

জুলাই গণঅভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি স্বতঃপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে চেয়ে বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”

ট্রাইব্যুনালে মামুন বলেন, “পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় যে অপরাধ সংঘটিত হয়েছে, তার দায় আমি এড়াতে পারি না।” এই বক্তব্যের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় উচ্চপর্যায়ের কোনো নিরাপত্তা কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি সামনে এলো।

এদিনই জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে। অভিযুক্তরা হলেন- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আদালত জানায়, চার্জ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

ত্রি-সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদার। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলাটিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize