মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চার বাংলাদেশিকে ঢাকার বিমানবন্দর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে পাঠানো এই চারজন হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ।
মঙ্গলবার (৮ জুলাই) কারাগার থেকে চারজনকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক কে এম তারিকুল ইসলাম প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এবং আসামিপক্ষে আইনজীবী এমদাদুল হক বিজয় জামিন আবেদন করেন।
মালয়েশিয়া থেকে ফেরত আসা ৩৫ প্রবাসীর বিরুদ্ধে গত ৫ জুলাই ঢাকার বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন এটিইউর পরিদর্শক মো. আব্দুল বাতেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত এক সন্ত্রাসী সংগঠনের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালেই উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা আইপি ঠিকানা ব্যবহার করে সামাজিক মাধ্যমে সদস্য সংগ্রহ, প্রচারণা এবং তহবিল সংগ্রহে সক্রিয় ছিলেন। সংগঠনের সদস্য হিসেবে বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা প্রদান এবং অর্থ ই-ওয়ালেট ও আন্তর্জাতিক চ্যানেলে হস্তান্তরের অভিযোগও রয়েছে।
আরও পড়ুন
মালয়েশিয়ার পুলিশ ২৪ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত দেশটির সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে অভিযান চালিয়ে তাদের আটক করে। ইতোমধ্যে পাঁচজনকে দেশটির দণ্ডবিধির সন্ত্রাসবাদ–সংক্রান্ত ৬এ অনুচ্ছেদে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের শাহ আলম ও জোহর বাহরু দায়রা আদালতে তোলা হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ চক্রের সদস্যরা দেশে ফিরেও জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়তে পারে, যা জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জানিয়েছে, আটক প্রবাসীদের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।