আ. লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও

Police station surrounded to free a. league chhatra league leaders and activists

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তার হওয়াদের পরিবারের সদস্যরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) এবং উপজেলা ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৬)–কে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর সন্ধ্যায় তাদের সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ঘেরাওয়ের চেষ্টা চালায়।

ঘটনার বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার আসামি। তাদের গ্রেপ্তারের পর কিছু অনুসারী উত্তেজিত হয়ে থানার বাইরে জড়ো হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানায় হামলা বা পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই ঘটনার পর স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize