৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার

Remittances reached 427 million us dollars in 6 days

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ৬ জুলাইয়ের মধ্যে দেশে মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতিবেদনে আরও জানানো হয়, কেবলমাত্র ৩ থেকে ৬ জুলাই—এই তিন দিনেই এসেছে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা সামগ্রিক প্রবাহে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আগের বছরের একই সময়ে (১-৬ জুলাই, ২০২৪) দেশে এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার। তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে, রেমিট্যান্স প্রবাহে এবার ১৫ দশমিক ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিশ্লেষকদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সে প্রণোদনা সুবিধা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের স্থিতিশীলতা—সব মিলিয়ে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রবাসীরা এখন বৈধপথে অর্থ পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি সিগনাল।”

ঈদ-পরবর্তী এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize