ইরান থেকে দেশে ফিরছেন আরও ৩২ বাংলাদেশি প্রবাসী

32 more bangladeshi expatriates returning home from iran

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে সেখানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। মঙ্গলবার (৮ জুলাই) তাদের দুটি আলাদা ফ্লাইটে ঢাকায় ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফিরতি যাত্রীদের মধ্যে প্রথম দলটি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছাবে এবং দ্বিতীয় দলটি সকাল আটটার দিকে অন্য একটি ফ্লাইটে দেশে ফিরবে। প্রথম ফ্লাইটে ২২ জন এবং পরের ফ্লাইটে ১০ জন বাংলাদেশি যাত্রী থাকবেন।

এর আগে ইরানে আটকে থাকা ২৮ জন বাংলাদেশিকে সরকারিভাবে দেশে ফেরানো হয়। তখন তাদের পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তবে এখন ইরানের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় আকাশপথেই নতুন এই দলকে দেশে আনা সম্ভব হচ্ছে।

তেহরানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা যায়, ইরান-ইসরায়েল উত্তেজনার সময় সেখানে অবস্থানরত প্রায় ২৫০ বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে দূতাবাসে নিবন্ধন করেন। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় অনেকেই এখন আর দেশে ফিরতে আগ্রহ দেখাচ্ছেন না।

বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন। বিশেষ করে যারা বৈধ কাগজপত্রহীন অবস্থায় আছেন, তাদের একটি বড় অংশ দেশে ফিরতে আগ্রহী বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize