ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে এক নারীসহ অবস্থান করা নিয়ে বিতর্কের জেরে প্রত্যাহার করা হয়েছে। সোমবার যশোরে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপ ও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরোনো রেস্ট হাউজে ‘কপোতাক্ষ’ নামে একটি কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারীসহ অবস্থান নেন। পরে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি তাঁর অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে ধস্তাধস্তি, বাগবিতণ্ডা এবং কিছু ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি আমলে নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ জানান, তাৎক্ষণিকভাবে ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
রেস্ট হাউজের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি নিজেই স্ত্রী পরিচয়ে কক্ষ বরাদ্দ নেন। ঘটনার সময় হঠাৎ করে কয়েকজন এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে ও কক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের যশোরের নির্বাহী প্রকৌশলী জানান, কক্ষ বরাদ্দের ক্ষেত্রে ঝিনাইদহ বোর্ডের সুপারিশ ছিল এবং বিষয়টি এখন তদন্তাধীন।
এদিকে ওসি সাইফুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ব্যক্তিগত সফরে যশোর গিয়েছিলেন ও তাঁর সঙ্গে থাকা নারী একজন বন্ধু মাত্র। ছাত্রদল নেতাদের আচরণ ও ভিডিও প্রচার তাঁর সম্মানহানির চেষ্টা বলেও অভিযোগ করেন। অন্যদিকে ছাত্রদল নেতা গোলাম হাসান সনি দাবি করেন, তাঁরা স্থানীয়দের কাছ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে সেখানে যান, তবে কক্ষে কোনো নারী ছিলেন না বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।