ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব—সব বাধা অতিক্রম করে ভালোবাসার টানে সুদূর চীন থেকে খুলনার দাকোপে ছুটে এসেছেন থাম্বু জাও নামের এক চীনা যুবক। তার হৃদয়ের টানে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন দাকোপ উপজেলার খ্রিস্টানপল্লির তরুণী পিংকি সরদারকে। ফেসবুকে পরিচয়ের মাত্র দুই মাসের ব্যবধানে বন্ধুত্বের সূত্র ধরে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।
সম্প্রতি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে নবদম্পতি পিংকির বাবার বাড়িতে বসবাস করছেন এবং নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। পিংকি জানান, “আমরা একে অপরকে খুব ভালো বুঝি। থাম্বু খুব আন্তরিক ও যত্নশীল।” থাম্বুও জানান, প্রথম আলাপে পিংকির ভদ্রতা ও ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করে।
আরও পড়ুন
যদিও থাম্বু ভাষাগত কিছু সমস্যায় পড়ছেন, তবে প্রযুক্তির সহায়তায় মোবাইল অ্যাপ ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার আন্তরিক আচরণে শ্বশুরবাড়ির সদস্যরা ও আশপাশের প্রতিবেশীরা তাকে সাদরে গ্রহণ করেছেন। প্রতিদিন পিংকির বাড়িতে অনেকেই আসছেন এই ব্যতিক্রমী প্রেমের গল্পের সাক্ষী হতে।
খাবারের স্বাদে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন থাম্বু। শুরুতে রান্নার ঝাল-মসলায় একটু অস্বস্তি হলেও এখন তা উপভোগ করছেন। ভবিষ্যতে স্ত্রীকে নিয়ে চীন সফরের পরিকল্পনাও করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশেই বসবাস করে ছোটখাটো একটি ব্যবসা শুরু করতে চান বলে জানান এই চীনা যুবক।
প্রতিবেশীরা এই সম্পর্ককে স্বাগত জানিয়ে বলেন, এমন সাহসী ও আন্তরিক প্রেম আজকের সময়ে বিরল। তারা চান, এই নতুন দম্পতির জীবন হোক সুখী ও সমৃদ্ধ। থাম্বু–পিংকির ভালোবাসার এই গল্প হয়ে উঠেছে আন্তঃসাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।