দিনবদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন যশোরের ফরহাদ হোসেন ওরফে রনি (৩১)। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই থেমে গেল জীবন। শনিবার সকালে কাজ করার সময় একটি নির্মাণ প্রকল্পে ক্রেনের চেইন ছিঁড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ফরহাদ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ সরদারের ছেলে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে তিনি মালয়েশিয়ায় যান। দেশটির শেরেমবান শহরের একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদের স্ত্রী, বৃদ্ধ মা-বাবা ও পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নির্মাণকাজ চলার সময় হঠাৎ ক্রেনের চেইন ছিঁড়ে গেলে তিনি নিচে চাপা পড়ে মারা যান। একই এলাকার সহকর্মী আবদুল কুদ্দুস সকাল ১০টার দিকে তাঁর পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানান।
আরও পড়ুন
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পরিবার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের মধ্যেই মরদেহ দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
ফরহাদের বাবা মাহামুদ সরদার বলেন, ‘ছেলেকে অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম, এখন তার লাশ ফিরছে। পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তাকে পাঠিয়েছিলাম, এখনো তা শোধ হয়নি। আমার সংসার, পুত্রবধূ আর ছোট নাতনিকে নিয়ে এখন কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।’ এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরহাদের গ্রামে।