সৌদি প্রবাসীকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Saudi expatriate called from shop and hacked to death

গাজীপুরের কাপাসিয়ায় এক সৌদি প্রবাসী যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২৮)। তিনি সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

নিহতের ভাইয়ের মেয়ে সাথী বেগম জানান, জাহিদুল কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার একটি পাঁচ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। ঘটনার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে বাড়ির পাশের দোকান থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, জাহিদুল রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় এক মুদি দোকানে বসে ছিলেন। এসময় ১০-১২ জন দুর্বৃত্ত এসে তাকে ডেকে নিয়ে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize