জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

Bangladesh to cooperate with malaysia in investigation into militant links

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশি নাগরিককে ঘিরে শুরু হওয়া তদন্তে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানান, দেশটির নিরাপত্তা বাহিনী সম্প্রতি পরিচালিত একাধিক অভিযানে সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাঁরা নির্মাণ, কারখানা ও সেবাখাতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং গ্রেপ্তারকৃতদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে চায়।

মালয়েশিয়ার আদালতে ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর নজর রাখছে এবং প্রয়োজনে আটক বাংলাদেশিদের সহায়তায় কুয়ালালামপুরস্থ হাইকমিশন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকার সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে মালয়েশিয়ার তদন্তে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize