টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক এক সময় রূপ নেয় ভয়ংকর প্রতারণায়। এমনই অভিযোগ তুলে জর্ডানপ্রবাসী এক নারী যশোরে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি সৌদিপ্রবাসী এক যুবককে ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি ছড়ানোর হুমকির জন্য দায়ী করেন। শুক্রবার (৪ জুলাই) যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন ভুক্তভোগী নারী ফিরোজা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।
মামলায় অভিযুক্ত সাইদুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মামলার এজাহার অনুযায়ী, প্রায় আড়াই বছর আগে টিকটকের মাধ্যমে সাইদুরের সঙ্গে ফিরোজার পরিচয় হয়। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ফিরোজার অভিযোগ, ২০২২ সালের ১ অক্টোবর, যখন তিনি জর্ডানে ছিলেন, তখন এক ভিডিও কলে সাইদুর তাকে অশালীনভাবে শরীরের বিভিন্ন অংশ দেখাতে বলেন। যদিও ফিরোজা এতে রাজি হননি, তবুও সাইদুর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন এবং গোপনে নগ্ন ভিডিও ধারণ করেন।
আরও পড়ুন
পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে সাইদুর প্রথমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে প্রথম দফায় ফিরোজা জর্ডান থেকেই ২ লাখ ৫০ হাজার টাকা পাঠান। এরপর আরও টাকা দাবি করা হলে, টাকা না পেয়ে সাইদুর তার সহকর্মীদের কাছে ফিরোজার গোপন ভিডিও পাঠিয়ে দেন। এতে সামাজিকভাবে অপমানিত হয়ে ফিরোজা ১৬ জুন দেশে ফিরে আসেন।
১৮ জুন যশোর শহরের পৌরপার্কে সাইদুরের সঙ্গে সাক্ষাৎ করে ফিরোজা আরও ১ লাখ ৮০ হাজার টাকা দেন এবং ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু তাতেও কাজ না হলে সাইদুর আবারও আড়াই লাখ টাকা দাবি করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার নতুন করে হুমকি দেন। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফিরোজা আইনের সহায়তা চান। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।