প্রবাসীদের জন্য বড় সুখবর: মোবাইল-স্বর্ণে মিলবে বাড়তি সুবিধা

Big good news for expatriates additional benefits will be available on mobile and gold

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ নীতিমালায় বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীবান্ধব সেবার অংশ হিসেবে ২ জুলাই থেকে কার্যকর হওয়া ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’-এ মোবাইল ফোন ও স্বর্ণালংকার আনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে এসব সুবিধার অপব্যবহার রোধে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে।

এনবিআর জানায়, গত ২ জুন প্রণীত নীতিমালার ভিত্তিতে প্রবাসী ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের আলোকে ব্যাগেজ বিধিতে কিছু সংশোধন আনা হয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রতি বছর একজন সাধারণ যাত্রী শুল্ক ছাড়াই একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। আর বিএমইটি কার্ডধারী এবং অন্তত ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন দেশে আনতে পারবেন।

স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়। নতুন নিয়মে বলা হয়েছে, যাত্রীরা বছরে একবার শুল্ক ও কর ছাড়াই সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন। এছাড়া, বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি থাকলেও সেক্ষেত্রে ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে।

ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে এবার থেকে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এতে কাস্টমস কর্তৃপক্ষকে সুনির্দিষ্টভাবে নজরদারি চালাতে সহায়তা করবে বলে মনে করছে এনবিআর।

উল্লেখ্য, সংশোধিত নিয়মে শুধুমাত্র মোবাইল ফোন ও অলংকার সংক্রান্ত বিধান বদলানো হয়েছে। অন্য সব ব্যাগেজ সুবিধা আগের মতোই বহাল থাকবে। সরকার বলছে, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একদিকে যাত্রীদের উপকারে আসবে, অন্যদিকে শুল্ক ফাঁকি রোধে প্রশাসনকে আরও কার্যকর করে তুলবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize