কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন (৫৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ২৭ জুন ফেরদৌসী বেগম নিখোঁজ হন। চারদিন পর, ১ জুলাই, তার মরদেহ উদ্ধার করা হয় দেবরের পরিত্যক্ত বাথরুমের সেপটিক ট্যাংক থেকে। এ ঘটনায় নিহতের ছেলে ইকরামুল হাসান থানায় মামলা করলে তদন্তে নামে বুড়িচং থানা পুলিশ ও পিবিআই।
তদন্তে জানা যায়, পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল ফেরদৌসীর সঙ্গে তার দেবরের স্ত্রী নুরজাহান বেগমের। এই দ্বন্দ্বের জেরে নুরজাহান স্থানীয় মাদকসেবী আনোয়ার হোসেনের সঙ্গে দুই লাখ টাকায় হত্যার চুক্তি করেন। পরে আনোয়ার সহযোগী হিসেবে যুক্ত করেন রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লুকে।
আরও পড়ুন
হত্যার পর ফেরদৌসীর স্বর্ণালঙ্কার চুরি করে তা বিক্রি করা হয় স্থানীয় শংকুচাইল বাজারের একটি জুয়েলারি দোকানে। পরে সেখান থেকে স্বর্ণগুলো উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন—নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। ওসি আজিজুল হক জানান, বুধবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।