সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার একটি বাড়ি দীর্ঘদিন দখলে রাখার পর আইনি লড়াই শেষে অবশেষে ফিরে পেয়েছেন প্রকৃত মালিক সোহেল বেগ। ১৯৯৯ সালে তার বাবা আলম বেগ ১৪ শতক জমি কিনে নির্মাণ করেছিলেন পাঁচতলা একটি ভবন। পরবর্তীতে প্রবাসে পাড়ি জমানোর পর ওই বাড়ি দখলে নেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বহু প্রচেষ্টার পরও তা দখলমুক্ত করা সম্ভব হয়নি।
২০১৮ সালে যুবলীগ নেতা শামীম খান ও ছাত্রলীগ নেতা তুষার আহমদ বাড়িটি দখলে নিয়ে নাম পরিবর্তন করে ‘হোয়াইট হাউজ’ রাখেন এবং ভাড়াটে বসিয়ে ভাড়া আদায় করতে থাকেন। বহু চেষ্টার পরও আলম বেগ বা তার পরিবার বাড়িটি উদ্ধার করতে পারেননি। পরিণামে দখল হওয়া বাড়ির কষ্ট নিয়েই ২০২২ সালে মৃত্যু হয় আলম বেগ ও তার স্ত্রীর।

গত বছর সরকারের পরিবর্তনের পর দেশে ফিরে সোহেল বেগ জানতে পারেন, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হাত থেকে বাড়িটির দখল নিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক এস এম ফাহিম। মালিকানা দাবি করলে ফাহিম তাকে হুমকি দেন এবং বাড়ি থেকে বের করে দেন। এরপর আইনি আশ্রয় নেন সোহেল।
আরও পড়ুন
চলতি বছরের জুনে কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। পুলিশের তদন্তে বাড়ির বৈধ মালিকানা নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি দখলমুক্ত করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল বেগ ও তার পরিবার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম বলেন, “বাড়ির প্রকৃত মালিককে তার সম্পত্তি ফিরিয়ে দিতে পেরে আমরা সন্তুষ্ট। যারা এখনো অবৈধ দখলে আছেন, তাদের আইন মেনে জমি ছাড়ার আহ্বান জানানো হচ্ছে। নচেত আইন প্রয়োগ করে জমি উদ্ধার করা হবে।” তিনি আরও জানান, সোহেল বেগের পার্শ্ববর্তী জমিগুলোর অবৈধ দখলও আইনি প্রক্রিয়ায় দখলমুক্ত করা হবে।