শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

International crimes tribunal sentences sheikh hasina to 6 months in prison

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার  বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। তারা সর্বসম্মতভাবে এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, আদালতের মর্যাদা রক্ষায় এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মামলার অপর অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন মামলার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আদালতের আদেশের মাধ্যমে ভবিষ্যতে এমন অবমাননাকর কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।

উল্লেখ্য, আদালত অবমাননার বিষয়ে অতীতে দেওয়া বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এ মামলার বিচারকার্য সম্পন্ন হয়। মামলার রায়ের কপি প্রকাশিত হলে বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize