বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রতিনিধি ও ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তারা।
সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান গত এপ্রিলে বাংলাদেশ ত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল। তার স্থলাভিষিক্ত হয়ে দ্রুতই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন ড. আব্দুল্লাহ জাফর।
রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন ও কোরিয়া সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। তাঁর কূটনৈতিক জীবনে তিনি ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, জেনেভা ও চীনের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিউলে সৌদি দূতাবাসে দায়িত্ব পালন এবং সম্প্রতি চীনের গুয়াংজুতে কনসাল জেনারেলের দায়িত্ব পালন ছিল উল্লেখযোগ্য।
আরও পড়ুন
ড. জাফরের যোগদানে বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সময়ে তার সঙ্গে একটি আলোচিত মডেলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেলেও নতুন রাষ্ট্রদূতের আগমনের মাধ্যমে সৌদি মিশন এক নতুন ধারায় অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।