বৈষম্যবিরোধী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Police clash with anti discrimination activists

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানার সামনের এলাকায় এই সংঘর্ষ হয়। উভয় পক্ষ দাবি করেছে, ঘটনায় চার পুলিশ সদস্য ও অন্তত ছয়জন আন্দোলনকারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শহীদ মিনার চত্বর থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে রাজি হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

Ncp 20250702075216

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে দেখতে পান পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করেছে। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, ছাত্রলীগের নেতাকে থানায় আনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আন্দোলনকারীরা থানার ভেতরেই মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ওসি নাজমুন নূরের সঙ্গে পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize