বিমানভাড়া ছাড়াই আম চাষীদের প্রবাসে যাওয়ার বিরাট সুযোগ

Bangladeshi expatriates to travel to algeria without airfare

বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। শুধু তাই নয়, সে দেশে বাংলাদেশি কৃষকদের নিয়ে গিয়ে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণে বিনা মূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। কৃষকদের আলজেরিয়ায় নিতে বিমান ভাড়াও বহন করবে দেশটি।

চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার অংশ হিসেবে সেখানে একটি আধুনিক কোল্ড স্টোরেজ এবং প্রযুক্তি কেন্দ্র স্থাপনের আগ্রহও প্রকাশ করেছে আলজেরিয়া। এ ছাড়া দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চালুর পাশাপাশি বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য কার্গো ফ্লাইট চালুরও আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) আয়োজিত এক কনফারেন্সে এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

রাষ্ট্রদূত বলেন, “আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। কৃষি, পর্যটন ও গবেষণায় ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কৃষক ও উদ্যোক্তারা যাতে আমাদের জমিতে উপযুক্ত আমের জাত শনাক্ত ও উৎপাদনে অংশ নিতে পারেন, সে জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”

‘কৃষি-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবিএফ সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অনেকে।

উল্লেখ্য, চলতি আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন। এর আগেও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জেলার আমবাগান পরিদর্শনে এসেছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025