‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’

'it has been proven that the al will never rectify the situation'

আওয়ামী লীগ আবারও জাতির সঙ্গে তামাশা করেছে—এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে ফয়েজ আহম্মদ লিখেছেন, “আমি ভেবেছিলাম আওয়ামী লীগ এবার নিজেদের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবে। কিন্তু বরং তারা আরও একধাপ এগিয়ে পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এতে প্রমাণিত হলো, তাদের ভেতরে সংশোধনের কোনো ইচ্ছা নেই।”

তিনি আরও বলেন, “এই দলটি ক্ষমতায় ফেরার সুযোগ পেলেই আগের চেয়েও ভয়ংকর রূপ ধারণ করবে। প্রতিশোধপরায়ণ আচরণ এবং গণতন্ত্রকামী শক্তিগুলোর বিভক্তিকে কাজে লাগিয়ে তারা নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করবে।”

তার ভাষ্য অনুযায়ী, “আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায়, তাহলে গত ১৬ বছরে যেসব গুম-খুন ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে, তার দায় স্বীকার করতে হবে। আর সেই দায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্ত থাকতে পারবেন না। ফলে রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগের ‘পুনর্জন্ম’ চান না।”

ফয়েজ আহম্মদ আরও মন্তব্য করেন, শেখ হাসিনা এবং তাঁর পরিবারের নেতৃত্ব আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর কাছেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। সুতরাং দলটি যদি কখনো ফিরতে চায়, তবে সেটি হবে নতুন কাঠামোতে—যা বর্তমান নেতৃত্বের অধীনে সম্ভব নয়। তাই তিনি আশঙ্কা প্রকাশ করেন, আওয়ামী লীগ এখন অভ্যুত্থানবিরোধী বক্তব্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025