ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টম হাউস ঢাকা। শনিবার (২৮ জুন) এই অভিযানে দুটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে আলাদাভাবে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
কাস্টম হাউস ঢাকা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২৬ ফ্লাইটে চীনের পাঁচ নাগরিক ঢাকায় পৌঁছালে তাদের সন্দেহজনক আচরণের কারণে ব্যাগেজ স্ক্যান করা হয়। এতে দেখা যায়, তারা ব্যাগে ৯৮টি মোবাইল ফোন লুকিয়ে এনেছেন, যা তারা গোপনে বহন করছিলেন।
অন্যদিকে, বাংলাদেশ বিমানের বিজি-৩৬৭ ফ্লাইটে আসা তিন বাংলাদেশি যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে আরও ১৯টি মোবাইল ফোন পাওয়া যায়। দুই ফ্লাইট মিলিয়ে মোট ১১৭টি মোবাইল ফোন চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. বিল্লাল হোসেন জানান, চোরাচালানের উদ্দেশ্যে আনা এসব মোবাইল জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাস্টমস বিভাগ জানিয়েছে, অবৈধভাবে আমদানি করা ইলেকট্রনিক পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান রোধে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।