আজ থেকে দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

Gold will be sold at new prices in the country from today

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। রোববার (২৯ জুন) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

বাজুসের ঘোষণায় বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এর আগে ২৪ জুন মূল্য হ্রাসের ঘোষণা দিয়ে ২৫ জুন থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, ঘোষিত এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত মূল্যেই রুপা বিক্রি হচ্ছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। ক্রেতা সাধারণের জন্য এটি স্বস্তির খবর বলেও মনে করছে বাজার বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize