ঘরে বসে অনলাইনে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনের একজন নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে জিএমপির উপকমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১), আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)। তারা সবাই রাজধানীর ভাটারা থানার অন্তর্গত বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।
জিএমপির উপকমিশনার জানান, গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি টিম গাজীপুর মহানগর এলাকায় সাইবার অপরাধ মনিটরিংয়ের সময় প্রতারণার স্পষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে চক্রটির বিরুদ্ধে প্রতারণার কাজে ব্যবহৃত টেলিগ্রাম অ্যাপ ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন
জিজ্ঞাসাবাদে জানা গেছে, চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশে অবস্থান করে চীনে থাকা তার সহযোগীদের সঙ্গে মিলে এ চক্র পরিচালনা করতেন। তারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের অনলাইনে অর্থ আয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রুপে যুক্ত করতেন এবং সেখান থেকে ধাপে ধাপে টাকা আদায় করতেন।
এছাড়াও তারা বাংলাদেশি সদস্যদের ব্যাংক, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ চীনে পাঠাতেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে জিএমপির উপকমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপকমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল ও সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন উপস্থিত ছিলেন।